একজন পথচারী হিসাবে আমি কিভাবে পথ চলবো?

যেহেতু রাষ্ট্র পুনর্গঠন এর কথা হচ্ছে তাই একজন পথচারী হিসাবে আমি কি পরিবর্তন করলে রাস্তার শৃঙ্গখলা ফিরে আসতে পারে তা আমার নিজের মতো করে জানাবো। এখানে আপনারাও চাইলে কিছু যোগ বা বিয়োগ করতে পারেন। আমার যেহেতু প্রচুর হেটে চলাফেরা করতে হয় তাই আমি কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি।

১। আমি সব সময় ফুটপাথ ব্যবহার করি এবং অন্যকে ব্যবহার করতে উৎসাহ দেই। এই উৎসাহ দিতে গিয়া কি পরিমান কথা শুনতে হয়েছে আমাকে বলে বুঝাতে পারবো না। কেউ কেউ এমন কথা বলেছেন যা আপনাদের বলতে পারবো না। একজন তো পুরা ফুটপাথ আমারে ভ*রা দিতে চাইছিলো। তার পরেও এখনো আমি ফুটপাথ দিয়ে হাঁটার চেষ্টা করি এবং অন্যকে উৎসাহিত করি। এইখানে একটা প্রব্লেম আছে। ফুটপাথ এর ম্যাক্সিমাম জায়গা অবৈধ দখল হয়ে আছে। তাইলে আমরা কি করবো? ওয়েল, আমি তাদের ফুটপাথ থেকে সরে যেতে বলি, ফুটপাথ ফাঁকা রাখতে বলি। বেশিরভাগ ই আমার কথা পাত্তা দেয় না। আমাকে উল্টা পাল্টা কথা বলে। আমি শুনি আর মুচকি হাসি। পরেরদিন আবার বলি। যতদিন আমি থাকবো এবং ওরা ফুটপাথ দখল করে থাকবে, আমি বলবো। কেন জানেন? কারণ এই ফুটপাথে চলার জন্য আমি ট্যাক্স দেই। এই জায়গা আমার, পথচারীর।

২। রাস্তা পার হওয়ার সময় চেষ্টা করি ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ দিয়ে পার হওয়ার। সব জায়গায় ক্রসিং বা ফুট ওভারব্রিজ নাই আমি জানি। আপনি দেখবেন একটু হেটে সামনে বা পিছনে গেলেই পাবেন। অনেককেই দেখেছি ছোট বাচ্চা নিয়ে অনেক রিস্ক নিয়ে জমিদার এর মতো হাত দেখিয়ে গাড়ি ঘোড়া থামিয়ে রাস্তা পার হয়। তাদের কি ভয় হয় না? আপনার জীবনের মায়া আপনার নাই বুঝলাম বাট বাচ্চাটার তো মায়া করবেন নাকি? কেউ কেউ আবার আল্লাহ ভরসা বলে কোনো দিকে না তাকিয়ে রাস্তায় নেমে যায়।

৩। ফুটপাথে হুদাই দাঁড়িয়ে থাকা বা বন্ধুদের নিয়ে আড্ডা দেই না যাতে অন্যদের চলাচলের ব্যাঘাত না ঘটে। এইটা আমি অনেক দেখেছি। ফ্যামিলি নিয়ে বের হয়ে দেখি ৩ – ৪ জন মিলে ফুটপাথে ঈদ উজ্জাপন করতেছে। কাছে গিয়া বললাম ভাই একটু যাইতে দেন। তাদের আচরণ দেখে মনে হলো তাদের কবরের জায়গার ভাগ চাইছি আমি। কেন ভাই? এইটা তো কমন সেন্স এর ব্যাপার তাই না? যখন দাঁড়াতে হবে এমন ভাবে দাঁড়ান যেন অন্যরা যাওয়া আসা করতে পারে।

শুধু এই ৩ টা না। আরো অনেক থাকতে পারে। হ্যা, প্রব্লেম আছে অনেক। কিন্তু সারাদিন শুধু প্রব্লেম প্রব্লেম করলে সল্যুশন হবে না ভাই। আপনাকে আমাকে পরিবর্তন হইতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে। আমাকে আমার পরিচিত অনেকে বলেছেন যে আমি একা পরিবর্তন হয়ে কোনো লাভ হবে না। ট্রু, যারা বলেছেন তাদের আওভান জানাই। আসেন আজ থেকেই পরিবর্তন হই। আমাকে আপনাকে দেখেই আমাদের সন্তান শিখবে। তাই সবার আগে নিজের পরিবর্তন।

ধন্যবাদ ☺️