আমরাই ভালো না।


আমি অনেকদিন ধরেই ফুটপাথ, রাস্তা, ডাস্টবিন, ফুটপাথ আর রাস্তা দখল নিয়ে কথা বলছি। আমার অনেক বাজে অভিজ্ঞতা আছে এইগুলা নিয়ে। মানুষ কে ফুটপাথ ব্যবহার করতে বলে যে সমস্ত কথা শুনেছি রে ভাই বলে বোঝাতে পারবো না। রাস্তা আর ফুটপাথ দখল করা দোকানদারদের দোকান সরাইতে বলে জাস্ট মার্ খাওয়া বাকি ছিল আমার।

অনেক ভেবে দেখলাম আসলে আমরাই খারাপ। এই দোকান গুলা অনেক ইনকাম করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা সবাই ফুটপাথের দোকান থেকে চা সিগারেট কম বেশি খাই। কখনো দেখেছেন কোনো দোকানি ফ্রি বসে আছে। তাদের হাত চলছেই। একটা সামান্য কলা বিক্ক্রেতা মান্থলি ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা ইনকাম করে। মাথা চলে!! কি পরিমান বিসনেস তারা করে।
এখন আসল কোথায় আসি। এদের ক্রেতা কারা? আমি আপনি তাইনা? এদের এই দখল করাটা আমরাই উৎসাহিত করেছি এবং করছি তাইনা? ভেবেছেন একবার? এখন আমাদের কি করা উচিত?

এই দখল থেকে আমাদের ফুটপাথ মুক্ত হবে কিভাবে?
ভাই ওরা গরিব, দোকান বন্ধ করে দিলে ওরা সংসার চালাবে কেমনে?
ওরা চাইলেও মার্কেটে দোকান নিয়ে ব্যাবসা করতে পারবে না।
এই দোকান ছাড়া আসে পাশে কোনো দোকান নাই।
এত কমে মার্কেটের দোকানে পাওয়া যায় না।

এমন আরো অনেক যুক্তি আছে আমাদের। আপনারা জানেন কি না জানি না, এরা সবাই একটা সিন্ডিকেট ছিল। ধরেন কোনো একটা ফুটপাথে ফলের দোকান আছে কয়েকটা। এরা ওদের আসে পাশে কোনো মার্কেটে ফলের দোকান করতে দিতো না। অন্যান্য দোকানের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এখন হয়তো এই সিন্ডিকেট নাই বা আছে কিছু জায়গায়। কিন্তু ওরা রাস্তা ছাড়বেনা। ওরা না থাকলে হয়তো আমাদের কিছু পথ হেটে, একটু দূরে মার্কেটে গিয়ে একটু বেশি দামে জিনিস কিনতে হবে। তাতে জিনিসটাও ভালো পাবেন গ্যারান্টি। সবকিছু সহজলভ্য হওয়া ঠিক না। বাসা থেকে বের হয়ে রাস্তার পাশেই চায়ের দোকান পাইলেন আর একটা চা খাবার ইচ্ছা হইলো। এইটা আপনার জন্যে আর্থিক আর শারীরিক ২ দিকেই ক্ষতি। আপনারা কম বেশি সবাই জানেন এরা কত অস্বাস্থকর পরিবেশে এইগুলা বানায় এবং পরিবেশন করে।

আর এরা যেহেতু এত টাকা ইনকাম করে সেহেতু চাইলেই এরা খুব সহজেই দোকান নিয়ে ব্যাবসা করতে পারবে। তাতে এদের খরচ একটু বাড়বে যেইটা এরা চায় না। খোঁজ নিয়ে দেখেন এরা গরিব না ভাই। আমি আপনি ওদের থেকেও গরিব।

আসুন আমরা সবাই নিজেদের অবস্থান থেকে ফুটপাথ আর রাস্তার দোকান থেকে এগুলা কেনা বন্ধ করি। যে যতটুকু পারি। ভাই ফুটপাথ আমাদের হাঁটার জায়গা। রাস্তা গাড়ি চলাচলের জায়গা। ব্যাবসা করার জায়গা না। এইটা আমাদের বুঝতে হবে।
মনে রাখবেন, #সবার_আগে_নিজের_পরিবর্তন